• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
Headline
অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন শ্রীনগরে-সপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইতালীয় দূতাবাসের বিজ্ঞপ্তি: কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত মাহফুজ আলম পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সতর্কবার্তা: ঐক্যবদ্ধ না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোকানে সবজি বিক্রেতার গলিত মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে ল্যাবএইডের বিরুদ্ধে ভুল মেডিকেল রিপোর্টের অভিযোগ, ভুক্তভোগী নারীর অভিযোগ দায়ের আগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে : খন্দকার মোশাররফ শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ,চারপাশ ছেয়ে গেছে মৌ মৌ ঘ্রানে সিরাজদিখানে যুবদল নেতা মরহুম আব্দুর রহমান রানার জানাজায় শেখ মোঃ আব্দুল্লাহ মুন্সীগঞ্জ পৌরসভায় শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ বাজারমূল্যে হতাশ লৌহজংয়ের আলু চাষিরা বিপিএলে রানের ঝড়ে তানজিদ হাসান তামিম, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিশ্চিত বাজারে আলুর দাম কমলেও কৃষক ক্ষতিগ্রস্ত সিরাজদিখানে ৩ প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা ইনজুরি টাইমে নুনেসের জোড়া গোল, ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিভারপুলের নাটকীয় জয় শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার শ্রীনগরে পরিযায়ী পাখিতে মুখরিত আড়িয়ল সহ বিভিন্ন এলাকা

একাত্তরের কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

একাত্তরে জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন শফিকুর রহমান।

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করেছিল। এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন।

প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্যেও আমি প্রবাসীদের কাছে আবেদন রাখছি। ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে। এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন।

বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডা. শফিক বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো, সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়েই সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সাথে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবেই দেশটাকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে।

একাত্তরে ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। ১৫টি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়নি, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র‍্যালি করতে দেয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি।

ডা. শফিক আরও বলেন, জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি। দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা