“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সিরাজদিখান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আওলাদ হোসেন মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন মুন্সিগঞ্জ জেলার উপপরিচালক মোঃ নাজমুস সাকিব, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদা, জেন্ডার এন্ড ইয়থ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য। পিএফজি কোঅর্ডিনেটর রত্না হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হাকিম হাওলাদার, পিএফজি অ্যাম্বাসেডর মেরী মেরীলিন ডী ক্রুশ, পিএফজি সদস্য মোঃ শাহ আলম, পিএফজি সদস্য রিপোটার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম লিংকন, পিএফজি সদস্য নয়ন রোজারিও, পিএফজি সদস্য মোঃ গিয়াস উদ্দিন মোল্লাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগণ, খ্রিস্টান সম্প্রদায়ের নেত্রীবৃন্দ, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির অসাম্প্রদায়িক সিরাজদিখান গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।