সিরাজদিখানে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৯ নভেম্বর বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসার মো: আবু সাঈদ শুভ্র-এর সভাপতিত্বে ২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্রকারের শাক-সবজির ২০টি করে প্যাকেট ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে নগদ ১০০০ টাকা অর্থ সহায়তা দেয়া হয়।
উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ কর।
বক্তারা তাদের বক্তব্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কৃষি খাতের অবদান উল্লেখ করে পুষ্টি ঘাটতি পূরণে কৃষকদের অধিক পরিমাণ শাকসবজি চাষের উপর গুরুত্ব আরোপ করেন। আরো বলেন আমরা এ ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচীর আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে রোপন করার জন্য
২৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৯ প্রকারের শাক-সবজির ২০টি করে প্যাকেট ও মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ার মাধ্যমে নগদ ১০০০ টাকা অর্থ সহায়তা করা হয়েছে।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মেধা আচার্য্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মোশারফ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।