৪ আগস্ট মুন্সীগঞ্জ সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলায় ডিবজল ও রিয়াজুল ফরাজী হত্যা মামলার আসামি মমিনুল ইসলাম মামুন মাদবর (৫৫) গ্রেফতার হয়েছেন।
বুধবার গভীর রাতে শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন মাদবর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের মৃত জমশেদ মাদবরের ছেলে এবং বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। স্থানীয়রা জানান, তিনি এলাকায় আতঙ্কের রাজত্ব চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে, এছাড়াও নিরীহ লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে হয়রানি করার অভিযোগও রয়েছে।
শ্রীনগর থানার এসআই হাবিব জানান, মামুন মাদবরকে সদর থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।