মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় ইজ্জত আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
নিহত ইজ্জত আলী গাজীপুর সদর উপজেলার কাশিমপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।