মুন্সীগঞ্জের সিরাজদিখানে অরাজনৈতিক সামাজিক সংগঠন অঙ্গীকারের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে সংগঠনের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠান বার্ষিকী পালন করা হয়। সংগঠনের সভাপতি হেদায়েতুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন খান খোকন।
অঙ্গীকারের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্তর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অঙ্গীকার সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সান, সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন বুলেট, শিক্ষা বিষয়ক সম্পাদক হান্নান শেখ, সহ-সাধারন সম্পাদক গোলাম মাওলা রিপন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রনি, সমাজ কল্যান সম্পাদক আওলাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আবুল বাসার, কাযকরী সদস্য কামরুল হাসান, ওমর ফারুক রিগ্যান, আব্দুল মান্নান বেপারী, ইলিয়াস উদ্দিন, শামীম হাসান প্রমুখ।