ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যানজট কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সব যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় কুমিল্লামুখী সড়কে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর ফলে ওই সড়কে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সরাতে সময় লাগায় যানজট ক্রমশ বাড়তে থাকে এবং সকাল ৮টার দিকে তা তীব্র আকার ধারণ করে। কাভার্ডভ্যানটি সরানোর পরও সড়ক স্বাভাবিক হতে সময় লাগে। যানবাহনের চাপ এবং উল্টো পথে চলাচলের কারণে সড়কের গতি কমে যায়। তবে দুপুর ১২টার পর থেকে যানজট কমতে শুরু করে। বর্তমানে মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানজট বা ধীরগতি আর নেই, সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।