ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর ফিরে আসতে পারেননি লাইফ সাপোর্ট থেকে। অসংখ্য ছাত্র-শিক্ষক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যদের শোকের মধ্যে তিনি চলে গেছেন। ১৩ মার্চ (বৃহস্পতিবার) রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, যা তার ভাই সাইফুল্লাহ সিদ্দিক নিশ্চিত করেছেন।এর আগে ৬ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলেই রমনার ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে কথা বলতে বলতেই তিনি মাটিতে পড়ে যান, এরপর তাকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের মতে, হঠাৎ ব্রেইন স্ট্রোকের কারণে তার মস্তিষ্ক অকার্যকর হয়ে যায়।তিনি ১৯৫৩ সালের ২৬ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তার পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। আরেফিন সিদ্দিক ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্যের দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। ২০২০ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন।অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি হিসেবে কাজ করেছেন।