
মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা। বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকুহাটি এলাকার করিম গাজীর বসতবাড়ির গেটের সামনে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে
এসময় অভিযুক্ত বাবু গাজী ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।