মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা ইলিশ ও ২০০ কেজি পাঙ্গাশ জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অফিস।বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম। তিনি বলেন,জব্দকৃত মাছগুলো ১১ টি মাদ্রাসা ও এতিমখানা এবং ৪৬ জন দুস্থ মানুষের মাঝে বিতরন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।