উচ্চ আদালত নিষোধজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী মৌজার আর,এস-৫০৩ খতিয়ানের আর.এস- ৬৫০ দাগের ৯ শতাংশ জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে লতব্দী গ্রামের তাজুল ইসলাম (৬০), পিতা: মৃত কফিল উদ্দিন গংদের বিরুদ্ধে। এবিষয়ে লতব্দী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনে ছেলে ভুক্তভোগী শেখ মনির হোসেন মিলন (৫৫) সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায় লতব্দী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেন লতব্দী মৌজার আর,এস-৫০৩ খতিয়ানের আর.এস- ৬৫০ দাগের ৯ শতাংশ জমির মালিক হয়ে গাছপালা রোপন করে মৃত্যুবরণ করলে
সন্তান গন ওয়ারিশ সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছে। মাধাব দত্ত (৬০), পিতা: অজ্ঞাত, সাং-বাহেরঘাটা, ইউপি: বয়রাগাদী, তাজুল ইসলাম (৬০), পিতা: মৃত কফিল উদ্দিন,সজিব (৩২), পিতা: তাজুল ইসলাম, উভয় সাং- লতব্দী, ইউপি: লতব্দী থানা: সিরাজদিখান, জেলা: মুন্সীগঞ্জগন উক্ত তফসিল বর্ণিত সম্পত্তি জোড়পূর্বক ভোগদখলের পায়তারা ভুক্তভোগী বিজ্ঞ উচ্চ আদালতে সিভিল রিভিশন নং-২৩৫৯/২০২৫ দায়ের করিলে বিজ্ঞ উচ্চ আদালত উক্ত তফসিল বর্ণিত সম্পত্তিতে উভয় পক্ষকে ১ বছরের জন্য না যাওয়ার জন্য নিশেধজ্ঞা প্রদান করেন।বিবাদীগণ অজ্ঞাতনামা আরো ৪/৫ লোক নিয়া তফসিল বর্ণিত সম্পত্তির উপর জোড়পূর্বক টিন সেড ঘর নির্মান করে জবর দখলের পায়তারা করিতেছে। এই বিষয়ে ভুক্তভোগী তাহাদের কিছু বলতে গেলে তাহারা উপর ক্ষিপ্ত হয়ে গত ১৮ জুলাই সকাল অনুমান ৭ টার দিকে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে তাদের বিভিন্ন প্রকার ভয় ভীতি সহ বৃহৎ ক্ষতি সাধনের হুমকি ও প্রাণ নাশের হুমকি দিয়ে জমিতে যেতে নিষেধ করে।অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিরাজদিখান থানার এসআই আল আমিন জানান,আমি উভয় পক্ষকে এ জমিতে যাইতে নিষেধ করে আসছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষকে আদালতে যেতে বলে আসছি।