আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সোমবার (২২ সেপ্টেম্বর) জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
বুধবার (২৪ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দু’এক স্থানে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।