মুন্সীগঞ্জের পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের নিচে ট্রলার ডুবে লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পদ্মার চরে ঘাস কেটে ফিরে আসার সময় তীব্র স্রোতে ঘাসভর্তি ট্রলারটি ডুবে যায়। সে সময় নিখোঁজ লক্ষ্মণের সঙ্গে আরও চার জন ছিলেন। পরে এক জেলের সহযোগিতায় মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলারচালক মোকসান নামে ওই চার জন প্রাণে বেঁচে যান।
লৌহজং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাসুদেব জানান, দুপুরে ট্রলারটি ডুবলেও ফায়ার সার্ভিসকে জানানো হয় বিকাল ৫টায়। যেহেতু ট্রলার ও নিখোঁজ ব্যক্তি ভেসে গেছেন এবং পদ্মায় প্রবল স্রোত থাকায় ডুবুরি দলকে পদ্মায় নামানো হয়নি।