স্কোর:
প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০). প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৭.৩ ওভারে ৫৬৫/১০; লিড ১১৭ (নাহিদ ১*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫, লিটন ৫৬, মুশফিক ১৯১, মিরাজ ৭৭, শরিফুল ২২).
লাঞ্চের আগেই পাকিস্তানকে এলোমেলো করে দিয়েছে বাংলাদেশ
পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই পাকিস্তানকে এলো মেলো করে দিয়েছে বাংলাদেশ। প্রথম এই সেশনে নিয়েছে ৫ উইকেট। তাতে জয়ের আশা নিয়ে প্রথম সেশন শেষ করেছে সফরকারী দল।
জয়ের লক্ষ্যে বাংলাদেশের চাওয়া ছিল দ্রুত উইকেট তুলে নেওয়া। শুরুতেই অধিনায়ক শান মাসুদকে বিদায় দিয়ে সেই চাওয়া পূরণ করেন হাসান মাহমুদ। শুরুর ধাক্কার পর বাবর আজম-আব্দুল্লাহ শফিক মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু সেই প্রতিরোধ স্থায়ী হতে দেননি নাহিদ রানা। বাবরকে আজমকে বোল্ড করেন তিনি। পরের ওভারে সৌদ শাকিলের উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামান সাকিব আল হাসান।
বিরতির আগে সাকিব আবারও আঘাত হানলে এবার ফেরেন ওপেনার আব্দুল্লাহ শফিক (৩৭)! কঠিন বিপদে পড়লে সেখান থেকে আগা সালমানও উদ্ধার করতে পারেননি। বরং বিপদ আরও বাড়িয়ে গেছেন। মিরাজ দ্রুত সময়ে সালমানকেও বিদায় দিলে ১০৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। এখনও স্বাগতিকরা ৯ রানে পিছিয়ে। প্রথম সেশনের বিরতিতে যাওয়ার আগে তাদের স্কোর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০৮ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান (২২) ও শাহীন আফ্রিদি (১)।
-সংগৃহীত