গজারিয়া উপজেলা দেশের বন্যা পরিস্থিতিতে আক্রান্ত মানুষদের সহায়তা করতে তহবিল গঠন করেছে গজারিয়া উপজেলা সকল আলেম ওলামা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
শনিবার সকাল ১০ ঘটিকায় গজারিয়া থানা সংলগ্ন ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে গজারিয়া উপজেলার শতাধিক আলেম ও শিক্ষার্থীরদের উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়। অর্থ সংগ্রহ ও কমিটি গঠন সভায় সঞ্চালনায় ছিলেন মুফতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। ত্রাণ তহবিল গঠন ও বন্যা কবলিত মানুষদের দ্রুত সময়ে সহযোগিতা মূলক বিভিন্ন দিকনির্দেশনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল ইসহাকী, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল মতিন, মুফতি ফয়জুল্লাহ,মাওলানা আল আমিন,মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুল আমিন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মো কাউছার, মো ফরহাদ, মো তানভীর আহমেদ, মো ফাহিম ।
উপস্থিত বক্তাদের আলোচনায় ত্রাণ তহবিল সমৃদ্ধ করার লক্ষ্যে গজারিয়া উপজেলাধীন ৮ টি ইউনিয়নে কার্যকরী কমিটির সিদ্ধান্তে ভিন্ন ভিন্ন প্রতিনিধি দল অর্থ সংগ্রহের কাজ করবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং উৎপাদনশীল শিল্প কারখানার কর্তৃপক্ষের সহযোগিতা চেয়ে অর্থ তহবিল বড় করার বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। কার্যকরী কমিটির সদস্য ও আলোচনা সভার সঞ্চালক মাওলানা সাইফুল ইসলাম জানান আলোচনা সভা চলাকালীন সময়ে বাউসিয়া ইউনিয়ন পুরান বাউশিয়া গ্রামের মো:রফিকুল ইসলাম বেপারী, ১ লক্ষ ১৫ হাজার টাকা নগদ অর্থ তহবিলে প্রদান করেছে। বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় প্রবাসীদের দেয়া অর্থসহ শনিবার ২৩ আগষ্ট পর্যন্ত ৭ লক্ষ টাকার অধিক ত্রান তহবিলে যোগ হয়েছে। সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় গজারিয়া থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য বড় অংকের একটি ত্রান তহবিল গঠন হবে।