নিরক্ষর মোরা যারা,
সাক্ষরতা দূরীকরণ চাই।
এই সমাজে গণ্ডমূর্খ যারা,
সাক্ষর দিব এখন মোরা।
বয়স একটি সংখ্যা মাত্র।
হয়তো বয়স যাচ্ছে বেড়ে,
তাতে যায় আসে কি
শেখার কোন শেষ নাই,
শিক্ষার কোন বয়স নাই।
লজ্জা নয় কলম ধর,
লেখাপড়া কর প্রতিদিন।
যাচাই বাছাই করে,
দেখে পড়ে শোনে
জেনে বুঝে দেব সই।
ঠকবোনা কোনদিন।