বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুন্সিগঞ্জে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এক ছাত্রলীগ নেতা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে জাকির হোসাইন নামের ওই ছাত্রলীগ নেতা তার ফেসবুক অ্যাকাউন্টে এই ঘোষণা দেন।
জাকির বর্তমানে লৌহজং উপজেলা ছাত্রলীগের ১ নম্বর কার্যকরী সদস্য ও লৌহজং টেউটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
জাকির ফেসবুকে লিখেছেন, ‘আমি জাকির হাসান শাওন বাংলাদেশ ছাত্রলীগ লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের ১ নম্বর কার্যকরী সদস্য। উপরোক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
জানতে চাইলে জাকির হাসান শাওন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদ ও ঢাকার মুগ্ধকে নিয়ে আমি ফেসবুকে একটি অতিসাধারণ পোস্ট করেছিলাম। আমার কথা হচ্ছে এরা কোনো দলের নয়। তারপরও তাদের এভাবে হত্যা করা ঠিক হয়নি। সেই স্ট্যাটাসের পর আমার দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তাই রাগে-ক্ষোভে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘মানুষের ভালো-মন্দের বিবেক বিবেচনা রয়েছে। ৬-৭ বছর ছাত্রলীগের সঙ্গে ছিলাম, কখনো সুবিধা নেইনি। আদর্শের ভিত্তিতে সংগঠন করেছি। কিন্তু সুবিধাবাদীরা এসে যখন বাজে মন্তব্য করে তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়।’