মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ মইন উদ্দিন মোহন (৩৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও দুইটি খালি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয়। সে পূর্ব মাকহাটি এলাকার মোবারক আলীর ছেলে। গ্রেফতারের পর এসআই চিরঞ্জীত গাইন উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করেন। উদ্ধার অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব- ১০।