মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার
করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে পরিচালিত
অভিযানে আসামি মো. জাকিরের (৩৮) নিজ দখলীয় বসতঘর থেকে ১০৫ পিস
ইয়াবা, ২টি দেশি পিস্তল ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো.
জাকির মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও গ্রামের মৃত জুলহাসের ছেলে এবং
কোকিলা বেগমের পুত্র। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা
কার্যালয় মুন্সীগঞ্জের পরিদর্শক শিবনাথ কুমার সাহা। ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ
থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।