মুন্সীগঞ্জের শ্রীনগরে মামুন কাজী (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিপা আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। যানাজায়, রবিবার (৩১ আগস্ট) রাত থেকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কোনো এক সময়ে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামে আমগাছতলায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে মো. লাদেন কাজী শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাদের মধ্যে একই গ্রামের বাসিন্দা নিপা আক্তার (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
মামলাটি শ্রীনগর থানায় ৩০২/২০১/৩৪ ধারায় নথিভুক্ত হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে মামুন কাজীকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজন আসামিকে করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।