
শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের ঢালীপাড়ায় পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌণে ১টার দিকে এই ঘটনা ঘটে। হাফসা ঢালী পাড়া দিঘীর পাড় এলাকার কুয়েত প্রবাসী আক্কাস খানের কন্যা। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত। শিশু হাফসার মৃত্যুতে পরিবারের মাঝে বইছে শোকের মাতম। স্থানীয়রা জানান, হাফসার মা সাথী বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিল। কাজের এক ফাকে হাফসাকে দেখতে না পেয়ে তার মা খুজতে শুরু করে। বাড়ির কোথাও না পেয়ে পরে বাড়ির পাশে পুকুরে নেমে খুজতে থাকে স্থানীয়রা। কিছুক্ষণ পর পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে আনেন স্থানীয়রা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত
ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাঃ ক্যামেলিয়া জানান, হাসপাতালে আনার আগের শিশুটি মারা যায়।