আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গে চাহিদা মেটাতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গতবারের তুলনায় এবার রপ্তানির পরিমাণ অর্ধেক। গত বছর সর্বশেষ অনুমতি দেওয়া হয়েছিল ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির জন্য, আর এ বছর সেই পরিমাণ কমিয়ে আনা হয়েছে ১ হাজার ২০০ টনে।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর অফিস চলাকালে কেবল হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকেরা। এ সময় ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং বিক্রয় চুক্তিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। অনুমতি অন্য কারও কাছে হস্তান্তর করা যাবে না এবং অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া সাব-কন্ট্রাক্টের মাধ্যমে রপ্তানিও করা নিষিদ্ধ। শর্ত অনুযায়ী সরকার প্রয়োজনে যেকোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে।