মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের খালার বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সুমাইয়া আক্তার চর গুলগুলিয়া গ্রামের কুয়েত প্রবাসী জায়েদুল হকের স্ত্রী এবং আলমগীর মিয়ার মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যদের মতে, দুই বছর আগে সুমাইয়া একই গ্রামের জায়েদুল হকের সঙ্গে বিবাহিত হন। বিয়ের পর থেকে তাদের সংসারে বিবাদ চলছিল। বুধবার সুমাইয়া তার মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে যান।
বৃহস্পতিবার সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে পাওয়া যায়। তার স্বামী প্রায় দেড় বছর ধরে কুয়েতে প্রবাসে আছেন এবং দম্পতির জুবায়ের নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের মা মাজেদা বেগম জানান, মেয়েকে খালার বাড়িতে বেড়াতে নিয়ে এসেছিলেন। বৃহস্পতিবার সকালে পাশের বাড়ি থেকে ফিরে এসে ঘরে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। প্রতিবেশীরা জানালা ভেঙে দেখেন, মেয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পানি দিয়ে চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি এবং পরে পুলিশে খবর দেন।
সিরাজদীখান থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমাইয়া আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।