আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার মোট ৩৪৫টি পূজামণ্ডপের জন্য ১৭২.৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বরাদ্দ অনুমোদন করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ এ চাল বিতরণ করা হবে। উপজেলার বরাদ্দের মধ্যে রয়েছে—
সদর উপজেলায় ৪৪ মণ্ডপে ২২ টন,
গজারিয়ায় ১০ মণ্ডপে ৫ টন,
টংগিবাড়ীতে ৫২ মণ্ডপে ২৬ টন,
লৌহজংয়ে ৩৪ মণ্ডপে ১৭ টন,
সিরাজদিখানে ১২১ মণ্ডপে ৬০.৫০ টন,
শ্রীনগরে ৮৪ মণ্ডপে ৪২ টন চাল।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানান, প্রতিটি পূজামণ্ডপের জন্য গড়ে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেলে বরাদ্দও সে অনুযায়ী বাড়ানো হবে।