পদযাত্রা কর্মসূচির মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করা হয়েছে। হাইকমিশনের পৌঁছার আগেই সেই পদযাত্রা (মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন) থামিয়ে দেওয়া হয়েছে। পরে ওই কর্মসূচি থেকে একটি প্রতিনিধিদল হাইকমিশনে গিয়ে তাদের ছয় দফা দাবি হস্তান্তর করে।
আজ বৃহস্পতিবার বিকেলে গণ অধিকার পরিষদ (মশিউজ্জামান-ফারুক) ও ছাত্র-জনতা পদযাত্রা করে বাড্ডা এলাকা থেকে ভারতীয় হাইকমিশনের কাছে নতুনবাজার বাসস্ট্যান্ড এলাকায় যায়। এতে নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সদস্যসচিব ফারুক হাসান।
কর্মসূচির বিষয়ে গণ অধিকার পরিষদ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় ভারত সীমান্তবর্তী বাঁধগুলো খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ পূর্বাঞ্চলের প্রায় ১০টি জেলায় ২ কোটির বেশি মানুষ পানিবন্দী। হঠাৎ সৃষ্টি হওয়া এ বন্যায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। ভারতের কাছে এর জবাব চাইতেই এ কর্মসূচি পালন করা হয়।