• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন শ্রীনগরে-সপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন শ্রীনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইতালীয় দূতাবাসের বিজ্ঞপ্তি: কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত মাহফুজ আলম পেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সতর্কবার্তা: ঐক্যবদ্ধ না হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোকানে সবজি বিক্রেতার গলিত মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে ল্যাবএইডের বিরুদ্ধে ভুল মেডিকেল রিপোর্টের অভিযোগ, ভুক্তভোগী নারীর অভিযোগ দায়ের আগামী নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হতে হবে : খন্দকার মোশাররফ শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ,চারপাশ ছেয়ে গেছে মৌ মৌ ঘ্রানে সিরাজদিখানে যুবদল নেতা মরহুম আব্দুর রহমান রানার জানাজায় শেখ মোঃ আব্দুল্লাহ মুন্সীগঞ্জ পৌরসভায় শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ বাজারমূল্যে হতাশ লৌহজংয়ের আলু চাষিরা বিপিএলে রানের ঝড়ে তানজিদ হাসান তামিম, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিশ্চিত বাজারে আলুর দাম কমলেও কৃষক ক্ষতিগ্রস্ত সিরাজদিখানে ৩ প্রতিষ্ঠানকে ১৬হাজার টাকা জরিমানা ইনজুরি টাইমে নুনেসের জোড়া গোল, ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিভারপুলের নাটকীয় জয় শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাত গ্রেফতার শ্রীনগরে পরিযায়ী পাখিতে মুখরিত আড়িয়ল সহ বিভিন্ন এলাকা

মুক্তারপুর সেতুর টোল কমানোর দাবি

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর টোল কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ হতে। গেল কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে তারা।

শিক্ষার্থীরা বলছে, এই সেতুতে পণ্যবাহী যানের তুলনায় যাত্রীবাহী পরিবহন যেমন- বাস-সিএনজি-মোটরসাইকেল-অটোরিকশার মত যানবাহনের চলাচল বেশি। টোল বৃদ্ধির অযুহাতে এসব যানের কতৃপক্ষ-চালক যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করেন। তাই যাত্রীবাহী যানবাহনগুলোর টোল কমিয়ে আনলে সাধারণ যাত্রীরা এর সুবিধা পাবেন।

মুক্তারপুর সেতু চালু হয় ২০০৮ সালের ফেব্রুয়ারিতে। সে হিসাবে ১৬ বছর ধরে টোল আদায় হচ্ছে সেতুতে। সর্বশেষ এই সেতুর টোল বৃদ্ধি করা হয় ২০২১ সালের নভেম্বরে। সরকারি হিসাব-বিশ্লেষণ বলছে, ২০২২ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত গড়ে প্রতিদিন ৫ লাখ থেকে সর্বোচ্চ ৯ লাখ টাকা ও বছরে গড়ে ১০ কোটি টাকা টোল আদায় হয়েছে মুক্তারপুর সেতু থেকে।

এর আগের ১৪ বছরের টোল আদায়ের হিসাব সেতু কতৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে ধারণা করা যায়, ওই বছরগুলোতেও সমপরিমাণ টোল আদায় হয়েছে মুক্তারপুর সেতু থেকে। সবমিলিয়ে ১৬ বছরে গড়ে ১০ কোটি করে হিসাব করলে টোল আদায় হয়েছে ১৬০ কোটি টাকার কম-বেশি।

সেতু বিভাগের তথ্য অনুযায়ী, ২০৮.৩৫ কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীর উপর চায়না রোড এন্ড ব্রীজ কর্পোরেশন (সিআরবিসি) ২০০৫ সালের জুলাইতে ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে এই সেতুর নির্মাণ কাজ শুরু করে। শেষ হয় ২০০৮ সালের জানুয়ারীতে আর উদ্বোধন হয় ফেব্রুয়ারিতে।

এর মধ্যে বাংলাদেশ সরকার ব্যায় করে ৭৯.১৫ কোটি টাকা আর বাকি ১২৯.২০ কোটি টাকা ঋণ হিসেবে সাহায্য করে চীন সরকার।

বর্তমানে মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল/ভ্যানের জন্য টোল নেয়া হয় ১৫ টাকা, সিএনজির জন্য ৩০ টাকা। আগে ছিলো যথাক্রমে ১০ ও ২০ টাকা। প্রাইভেট কার–টেম্পো, জীপ-মাইক্রো, পিকআপের জন্য টোল নেয়া হচ্ছে ৫০ টাকা। ২০২১ সালের নভেম্বর মাসের আগে নেওয়া হতো ৪০ টাকা।

ছোট ও বড় বাসের টোল ৫০ টাকা করে বাড়িয়ে যথাক্রমে দেড় শ ও আড়াই শ টাকা করা নেয়া হচ্ছে বর্তমানে। ট্রাকের টোলও বাড়ানো হয়েছে ৫০ টাকা করে।

আগে ট্রেইলরের জন্য আলাদা টোল হার না থাকলেও নতুন করে তা যুক্ত হয়েছে। এগুলোর শ্রেণিভেদে টোলের হার ৬০০ থেকে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩৭টি স্প্যানের উপর দাড়ানো ১হাজার ৫২১ মি. দৈর্ঘ্য ও ১০ মি. প্রস্তের দুই লেনের এই সেতুটি মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার সাথে নারায়ণগঞ্জ-ঢাকার যোগাযোগ সহজ করেছে। কিন্তু এর টোল হার নিয়ে আপত্তি উঠেছে শিক্ষার্থীদের পক্ষ হতে।

মুক্তারপুর সেতু সাইড অফিসে কর্মরত সেতু কতৃপক্ষের সহকারি প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, ‘টোল কমানোর বিষয়ে সেতু কর্তৃপক্ষ বরাবর শিক্ষার্থীদের আবেদন করতে হবে। সেতু কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবে ওই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা