সরকারি হরগঙ্গা কলেজে ডেঙ্গু রোগের লক্ষণ, সতর্কতা ও প্রতিরোধের উপায় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. পারভেজ এর নেতৃত্বে বুধবার সকাল ১০ টার দিকে কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার ও উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান খানকে লিফলেট দিয়ে কার্যক্রম শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় কলেজের স্টাফ, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন দোকান মালিকদের লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের পাশাপাশি ডেঙ্গু বিষয়ে সর্তকতা, লক্ষণ ও প্রতিরোধের উপায় নিয়ে পরামর্শ দেন নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবেলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদের নির্দেশ আমরা মাঠে নেমেছি। প্রয়োজনে পুরো ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামবে ছাত্রদল।
এছাড়াও নেতারা বলেন, সবাই যদি সচেতন থাকে, তাহলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে সর্তক থেকে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।