বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জ সদর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী কৃষকদের উত্তম কৃষির পরিচর্যার সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মান্যবর মহাপরিচালক মোঃ ছাইফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল আজিজ অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কোঅর্ডিনেশন) সরজমিন উইং ঢাকা, ড. মোঃ জাকির হোসেন অতিরিক্ত পরিচালক ঢাকা অঞ্চল ঢাকা, গোলাম মোস্তফা খান উপপরিচালক অতিরিক্ত পরিচালকের কার্যালয় ঢাকা এবং বিপ্লব কুমার মোহন্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জ। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জের অতিরিক্ত উপরিচালক কল্যাণ কুমার সরকার এবং শান্তনা রানী। সদর উপজেলার কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়, অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান শিলু ও কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুর রউফ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ফয়েজুর রহমান প্রধান সহ উপসহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তায় সদর উপজেলার ৪ (চার) টি ইউনিয়নের ৫০ জন কৃষক কৃষাণীকে আলু চাষে সুষম সার ব্যবহার এবং বিষমুক্ত নিরাপদ শাকসবজি চাষাবাদ সম্পর্কে করা হয়েছে।