অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকেই নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ষড়যন্ত্র রুখে দিতে জরুরি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপি আয়োজিত বোলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষের ভাগ্য বদলের নতুন দিগন্তের সূচনা ঘটেছে। ফলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।