টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক মুন্সীগঞ্জ ‘স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা’য় সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেছে। মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত সভায় সেবাপ্রদানকারীদের আন্তরিকতা বৃদ্ধির পাশাপাশি সেবাগ্রহিতাদের সচেতন ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান সভার প্রধান অতিথি ও সিভিল সার্জন ডা. মোঃ মঞ্জুরুল আলম। আজ দুপুর ১২:০০ মিনিটে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তার প্রচেষ্টা অব্যহত রাখার প্রতিশ্রুতি জানান।
সনাক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি মোছাঃ ফরিদা ইয়াসমিন। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে তথ্য ও পরামর্শ কেন্দ্র, পরামর্শ ও অভিযোগবক্স স্থাপন, ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন, অবকাঠামো উন্নয়ন ও সংস্কার, লোকবল বৃদ্ধি, তথ্য প্রদানকারি কর্মকর্তার বোর্ড ও সিটিজেন চার্টার স্থাপন ইত্যাদির সুপারিশ করেন তারা। সভায় বিভিন্ন কমিউনিটি অ্যাকশন সভাসমূহে প্রান্তিকসহ সকল শ্রেণীপেশার সেবাগ্রহীতাদের জেন্ডারসহ বিভিন্ন বিষয়ে উত্থাপিত ইস্যুগুলো উত্থাপন করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটি’র যুগ্ম-আহ্বায়ক কাজী ইমতিয়াজ। সনাক মুন্সীগঞ্জের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় মুন্সীগঞ্জ জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিভিল সার্জন ও মেডিকেল অফিসার ডা. জসিম উদ্দিন। সভায় স্বাস্থ্য বিভাগের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।