মুন্সিগঞ্জ সদরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতা ইলিয়াস শেখকে (৩০) আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাতে বজ্রযোগিনী ইউনিয়নের সাত্রাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভুক্তভোগী নারীর (১৮) মা বাদী হয়ে ইলিয়াস শেখকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযুক্ত ইলিয়াস শেখ সাত্রাপাড়া এলাকার বাসিন্দা এবং তোতা মিয়া শেখের পুত্র। তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জসিম উদ্দিন। তবে তিনি এ ঘটনাকে ‘আওয়ামী লীগের চক্রান্ত’ বলে দাবি করেছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “মামলা দায়েরের পর আজ ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠিয়েছেন।”