মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জন্য একটি কোর্ট হাজতখানা লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এই লাইব্রেরি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বলেন, “বিশ্বজুড়ে কারাগারগুলোকে উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। কিন্তু আমাদের দেশে এখনো সেই মানসিকতা পুরোপুরি গড়ে ওঠেনি। আমাদের প্রচেষ্টা হলো হাজতখানায় আটক থাকা ব্যক্তিদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তাদের সময় ইতিবাচক কাজে ব্যয় হবে। এখানে বিভিন্ন ধরনের আদর্শিক ও ধর্মীয় বই রাখা হয়েছে, যেন তারা খারাপ আচরণে প্রভাবিত না হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো—মানুষ যাতে এখানে এসে ভুল পথে না যায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং অ্যাডভোকেট মাহাবুব-উল-আলম স্বপন।