বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুজাহিদুল ইসলাম সভাপতি এবং আলামিন ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলামিন ইসলাম জানান, বুধবার (৮ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠনের সময় উপস্থিত ৫৫ জন ভোটারের সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকদের নাম মনোনীত করা হয়। পরে কেন্দ্রীয় শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম নোয়াখালী জেলার বাসিন্দা এবং ঢাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ছাত্র। সাধারণ সম্পাদক আলামিন ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং সরকারি হরগঙ্গা কলেজ ও ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়নরত।