বর্তমানে বাজারে আলু কেজি প্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৬০ টাকার উপরে। ভরা মৌসুমে আলুর সরবরাহ বাড়ায় অন্যান্য সবজির দামও কমেছে, ফলে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে, দাম কমায় কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন।ঢাকার বিভিন্ন বাজারে নতুন আলুর দাম ২০ থেকে ৩০ টাকার মধ্যে, যেখানে বড় সাইজের আলু ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। সাধারণত গড় দামে আলু ২০ টাকা কেজি।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এ দাম গত এক মাসে ৫৩ শতাংশ কমেছে এবং গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ কম। অর্থাৎ, গত বছর এই সময়ে আলুর দাম ছিল বেশি।শান্তিনগর বাজারের আলু বিক্রেতা মফিজুল হাসান বলেন, প্রতি বছর ভরা মৌসুমে আলুর দাম কম থাকে, তবে এবছর বছরের শুরুতে আলুর দাম বেশি ছিল, তাই বর্তমানে এ দামে ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।