বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনায় মুন্সীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার ২ নং ওয়ার্ডের খালইস্ট এলাকায় মুন্সীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড শহর বিএনপির ব্যানারে দেড় শতাধিক লোকের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবু সুফিয়ান বিপ্লব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ কমিশনার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সুমন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মোঃ মহসিন, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, মোঃ রাজন মৃধাসহ আরো অনেকে।