স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী মুন্সীগঞ্জ পৌরসভা এলাকায়
উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার শহরের কাচারী
চত্বর, সুপার মার্কেট ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে
ফুটপাত ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা
হয়। এছাড়া আইন অমান্য করায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা
জরিমানা করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরনের অবৈধ মালামালও জব্দ করা
হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী
কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক। এ সময় স্থানীয়
প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও
উপস্থিত ছিলেন।