টঙ্গিবাড়ীতে ব্রিজ ও ব্রিজের সংযোগ সড়কধসের কারণে ৩টি এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ১টি ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। এ ছাড়া দুটি ব্রিজের গোড়ার সংযোগস্থলে গর্তের সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
সরেজমিন দেখা যায়, টঙ্গিবাড়ী উপজেলার পুরা বাজার এলাকায় বেইলি সেতুটি ভেঙে পড়ার আড়াইমাস হলেও পুনরায় সেতু নির্মাণকাজ এখনও শেষ হয়নি। ২ জুন গাছের গুঁড়ি বোঝাই একটি লরি পুরা বাজার এলাকার বেইলি সেতুর ওপর উঠলে সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। সেতুটি ভেঙে পড়ায় দীঘিরপাড় ও আশপাশের এলাকার সঙ্গে ঢাকা-মুন্সীগঞ্জ-দীঘিরপাড় এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে সেতুটির স্থানে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করা হয়েছে।
উপজেলার কামারখাড়া-হাসাইল ও কামারখাড়া-আদাবাড়ি সড়কের বাইনখাড়া এলাকার দুইটি ব্রিজের সংযোগ সড়ক ধসের এক মাসেও সংস্কার হয়নি। এর আগে ১৫ জুলাই ওই সংযোগ সড়কের দুটি ব্রিজের গোড়ার মাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উজান থেকে ধেয়ে আসা বন্যার পানির স্রোতের কারণে ওই ব্রিজ দুটির সংযোগ সড়কের মাটি ধসে ২৫ থেকে ৩০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে।
উপজেলার বাঘিয়া বাজারের সামনের বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় ওই ব্রিজের মুখে স্টিল দিয়ে ঢালাই করে গাড়ি যাতায়াত বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। সরেজমিন দেখা যায়, বেইলি ব্রিজের স্টিলের কয়েকটি প্লেট উঠে রয়েছে। পুরো ব্রিজটি জুড়ে প্লেটগুলোতে অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়েছে। এতে বাঘিয়া বাজারের ব্যবসায়ীসহ ও রাস্তায় যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এ ছাড়া উপজেলার কামারখাড়া বাজার সংলগ্ন ব্রিজ ও বোসের বাড়ির ব্রিজের সংযোগ সড়ক এখনও পাকাকরণ হয়নি। ২ যুগেরও অধিক সময় আগে ব্রিজ দুটি নির্মাণ হলেও সংযোগ সড়ক পাকা করা হয়নি। এ কারণে কামারখাড়া বাজারের সঙ্গে সংযোগ সড়কের দুপাশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে ছোট ছোট পরিবহনগুলো যাতায়াত করতে পারলেও বড় পরিবহন চলাচল বন্ধ রয়েছে বলে জানান বাজারের ব্যবসায়ী ও খামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মতিউর রহমান।
অন্যদিকে টঙ্গীবাড়ী কামারখাড়া সড়কে বোসের বাড়ি সংলগ্ন উঁচু ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক ভাঙা থাকায় বিগত বছরগুলোতে কয়েকবার ট্রাক, প্রাইভেটকার ও সিএনজিসহ অনেক অটোরিকশা উল্টে গিয়ে পুরুষ, নারী ও শিশু যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সড়কটির দুই পাশ দিয়ে বিশাল কৃষিজমির বিল রয়েছে। আলু চাষ ও উত্তোলনের মৌসুমে উঁচু ব্রিজ দিয়ে এপ্রোচ ভাঙার কারণে আলু বোঝাই ট্রাক খাদে পড়ে বিগত বছরগুলোতে কৃষকদের লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে