ইতালির দূতাবাস বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের ১১ অক্টোবর ইতালীয় আইন ডিক্রি ১৪৫ অনুসারে, ২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ইস্যুকৃত সব ‘নুল্লা ওস্তা’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাস সরাসরি যোগাযোগ করলে কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে। ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ আইন ডিক্রি ১৪৫-এর বিধান অনুযায়ী ‘নুল্লা ওস্তা’ পুনঃমূল্যায়ন করবে। সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুনঃমূল্যায়ন ও নিশ্চিতকরণের পরই দূতাবাস আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে।
ইতোমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত ‘নুল্লা ওস্তা’ ধারকের সঙ্গে যোগাযোগ করে তাদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে সরাসরি যোগাযোগ ছাড়া ঢাকায় কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। আগ্রহী ব্যক্তিদের দূতাবাসে যোগাযোগ না করে সরাসরি যোগাযোগের জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।
২২ অক্টোবর ২০২৪-এর পর ইস্যুকৃত ‘নুল্লা ওস্তা’ ধারকদের জন্য এপ্রিল মাসে নতুন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।