• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ভোরের হাটে শীতের সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না সিরাজদিখানে ৩দফা হামলায় একই পরিবারের ৮ জনসহ ১০ জন আহত টঙ্গীবাড়িতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ঢাকা লকডাউনথ কর্মসূচির প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল কম, ভোগান্তিতে যাত্রীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যান উল্টে আহত ২ টঙ্গিবাড়ীতে খালে বাঁধ দিয়ে নৌযান চলাচলে বাধা, ক্ষোভে এলাকাবাসী টঙ্গীবাড়িতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শ্রীনগরে ডাকাতির ঘটনায় র‍্যাব-ডিবির পাঁচ সদস্যসহ গ্রেফতার ৭ মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পঞ্চসারে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ টঙ্গীবাড়ি থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীনগরে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা লুট: পুলিশের ৫ সদস্যসহ ৬ জন আটক সিরাজদিখানে তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মুন্সীগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরানো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মাছ বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১ অগ্নিকাণ্ডে হেলপার শাহাবীরের মৃত্যু: আট মাসেও ক্ষতিপূরণ সম্পূর্ণ পায়নি তার অসহায় পরিবার টঙ্গীবাড়িতে ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাভলু খান গ্রেফতার ইতালি যাওয়ার পথে আটকে গেল মুন্সীগঞ্জের আদরের বিড়াল ‘ক্যান্ডি’

সিরাজদিখানে ৩দফা হামলায় একই পরিবারের ৮ জনসহ ১০ জন আহত

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সিরাজদিখানে ৩দফা হামলায় একই পরিবারের ৮ জনসহ ১০ জন আহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর ৩দফা হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১টার  দিকে বালুরচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা পরে বিকেল ৪টা ও পুনরায় রাত ৮টায় ওই পরিবারের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহত মোঃ উসমান আলী (৭২) রাত ১১টায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী মোঃ পানাউল্লাহ, মোঃ আবুল, মোঃ রনি, মোঃ রাজা মিয়া, মোঃ হবি, মোঃ আতিক, মোঃ আলামিন, মোঃ ইন্নামিন, মোঃ বছির, মোঃ রাকিব, মোঃ সজীব, মোসাঃ পারভীনসহ আরও ১০-১২ জন দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছে।
অভিযোগে বলা হয়, দুপুরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার সময় উসমান আলীর তিন ছেলে- সুন্দর আলী, মিয়ার হোসেন এবং সোহেলের পথরোধ করে প্রতিপক্ষ। এসময় তাদের মাথায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরে হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি, কাঠের ডাসা দিয়ে মারধর চালায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একইদিন বিকেল ৪টায় বিবাদীরা পুনরায় উসমান আলীর বাড়িতে এসে ধারালো চাপাতি দিয়ে তাকে কোপ মারলে তিনি গুরুতর জখম হন। তার ছেলে মিয়ার হোসেন, সোহেল, মেয়ে মুক্তা, স্ত্রী রাজিমন নেছা, ভাগনি হাসিনা বেগম ও ছেলের স্ত্রী শিরিন আক্তারকেও কিল-ঘুষি, কাঠের ডাসা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসা দেওয়া হয়।
সিরাজদিখান থানায় অভিযোগ দাখিল করা হয়েছে জানিয়ে ভুক্তভোগীরা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ন্যায্য বিচার চাই।
সিরাজদিআখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা