• রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জের ভোরের হাটে শীতের সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না সিরাজদিখানে ৩দফা হামলায় একই পরিবারের ৮ জনসহ ১০ জন আহত টঙ্গীবাড়িতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ঢাকা লকডাউনথ কর্মসূচির প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল কম, ভোগান্তিতে যাত্রীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যান উল্টে আহত ২ টঙ্গিবাড়ীতে খালে বাঁধ দিয়ে নৌযান চলাচলে বাধা, ক্ষোভে এলাকাবাসী টঙ্গীবাড়িতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শ্রীনগরে ডাকাতির ঘটনায় র‍্যাব-ডিবির পাঁচ সদস্যসহ গ্রেফতার ৭ মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে পঞ্চসারে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ টঙ্গীবাড়ি থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীনগরে সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা লুট: পুলিশের ৫ সদস্যসহ ৬ জন আটক সিরাজদিখানে তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ মুন্সীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মুন্সীগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরানো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মাছ বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১ অগ্নিকাণ্ডে হেলপার শাহাবীরের মৃত্যু: আট মাসেও ক্ষতিপূরণ সম্পূর্ণ পায়নি তার অসহায় পরিবার টঙ্গীবাড়িতে ডাবল অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাভলু খান গ্রেফতার ইতালি যাওয়ার পথে আটকে গেল মুন্সীগঞ্জের আদরের বিড়াল ‘ক্যান্ডি’

মুন্সীগঞ্জের ভোরের হাটে শীতের সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের প্রধান সড়কের ভোরের অস্থায়ী সবজির হাটে এখন শীতকালীন সবজির সরব উপস্থিতি। কৃষকের ক্ষেত থেকে সরাসরি এনে এসব সবজি বিক্রি হওয়ায় ভোর থেকেই ক্রেতা–পাইকারদের ভিড়ে জমে উঠছে বাজার। যদিও পাইকারি পর্যায়ে সবজি প্রবাহ বাড়ছে, তবু খুচরা বাজারে দামে তেমন কোনো স্বস্তি নেই। কোথাও কোথাও কেজিতে ১০ টাকা পর্যন্ত কমলেও, কিছু সবজির দাম উল্টো বেড়েছে।

এবারের মৌসুমে জেলায় শীতকালীন সবজির উৎপাদন বেড়েছে। তবুও বাজারে পৌঁছানোর পর দাম বেশ চড়া। নতুন আলুর কেজি ১৪০ টাকা হওয়ায় ক্রেতারা হতাশ, যেখানে হিমাগার থেকে বের হওয়া পুরোনো আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫–১৮ টাকায়। বাজারে উঠেছে সীম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, টমেটো, লাল শাকসহ নানান শীতের সবজি—তবে সব কটির দামই তুলনামূলক বেশি। কাঁচা মরিচ ১২০, ধনেপাতা ১৮০, টমেটো ১৩০–১৪০ এবং গাজর ১৪০–১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ভালো থাকা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। শিলমন্দির ইকবাল হোসেন বলেন, “ভোরের বাজারে দাম সহনীয় থাকে, কিন্তু সকাল ৮টার পর বাজারে গেলে দেখি দাম দ্বিগুণ। এটা স্পষ্ট সিন্ডিকেট।” কৃষকদের দাবি, পাইকারি পর্যায়ে দাম স্বাভাবিক থাকলেও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে দাম বাড়িয়ে দেন। আড়তদার রাজু মিয়া জানান, ভোরবেলায় কৃষকরা সরাসরি বিক্রি করায় দাম কম থাকে, পরে ব্যবসায়ীরাই তা বাড়িয়ে দেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. আনোয়ারুল ইসলাম জানান, এ মৌসুমে জেলায় দেড় হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। সরবরাহ আরও বাড়লে দাম স্থিতিশীল হবে। অতিরিক্ত উপ-পরিচালকের মতে, আলুর বহুমুখী ব্যবহার ও রফতানি বাড়ানো এখন প্রয়োজন।

ভোরের এই হাটে প্রতিদিন ২০–২৫ মেট্রিক টন সবজি বিক্রি হয়। সবজিভেদে দামও ভিন্ন—ফুলকপি ৩০–৫০, বাঁধাকপি ৫০–৬০, লাউ ৩০–৭০, শসা ৫০–৬০, খিরা ৭০–৮০, জিঙ্গা ৪০–৫০ এবং ধুন্দল–কহি ৪০–৬০ টাকায়। মসলাজাতীয় সবজির মধ্যে কাঁচা মরিচ ১২০, ধনেপাতা ১৮০ ও কেপসিকাম ২২০ টাকা কেজি। মৌসুমি আমলকি কেজিপ্রতি ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা