মুন্সীগঞ্জের শ্রীনগরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার হরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র-ছাত্রীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
ব্র্যাকের ক্লাইমেট চেঞ্চ প্রোগ্রামের ম্যানেজার মো. কামাল হোসেনের উদ্যোগে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার হোসেনের পরিচালনায় গাছের চারা বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শংকর গোস্বামী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, হরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আজিজুল ইসলাম, উমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন হোসেন প্রমুখ।
উদ্যোক্তা মো. কামাল হোসেন বলেন, ব্যক্তি উদ্যোগে বিভিন্ন স্থানে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেন তিনি। তার ছোট মেয়ে মৃদুলা এই স্কুলের শিক্ষার্থী। আজ মৃদুলার জন্মদিন উপলক্ষে তিনি গাছের চারা বিতরণের উদ্যোগ নেন।