নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর রানি হলেন ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনো ই তে পো পাকি।
আজ বৃহস্পতিবার নতুন রানির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহ্য মেনে মাওরি প্রধানেরা তাঁকে অভিষিক্ত করেন।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাওরি রাজা তুহেইশিয়া গত শুক্রবার মারা যান। তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছিল।
নতুন রানি প্রয়াত রাজার ছোট সন্তান। তিনি প্রয়াত রাজার একমাত্র মেয়ে।