টানা দুই ম্যাচ হারের পর একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন জায়গা হারাতে পারেন তৃতীয় টি-টোয়েন্টিতে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার লিটন দাসও সুবিধা করতে পারেননি, তবে অভিজ্ঞতার কারণে তার বিকল্প আপাতত নেই টিম ম্যানেজমেন্টের কাছে।
একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিকও। এই উইকেটকিপার ব্যাটারও এই সিরিজে পুরোপুরি ব্যর্থ। তার জায়গায় একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে বোলিংয়ে বেশ ভুগেছে তারা। তাই বোলিংয়ে অপশন বাড়াতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে রাকিবুল হাসানের। এই বাঁহাতি স্পিনারের অভিষেক হতে পারে আজ।
আজ শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।