টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড়ে পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় দিঘিরপাড় গ্রামের হাজী আব্দুল মান্নান খানের স্ত্রী রুশিয়া বেগমকে এক লাখ ও পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়ি গ্রামের মালেক ফরাজীর ছেলে মো. বিল্লালকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।