মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তার কাজে বাধার প্রতিবাদ করায় বিএনপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তর ৩জন। রবিবার দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি দেলোয়ার মোল্লা (৬৫), মালখানগর কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক রাকিব মোল্লা (৩২) ও মালখানগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন(৪৭) । অভিযোগ সূত্রে জানাযায়, রবিবার দুপুর ১২টার দিকে তালতলা বাজারে সরকারি রাস্তার কাজ করার সময় বিপ্লব মাদবর (৫০), হাসান দেওয়ান(৩৭), হোসেন দেওয়ান(৩৭), সজীব(৩৫), মুঞ্জু দেওয়ান(৫০), সুজন পোদ্দর (৩২)সহ ৭/৮ মিলে সরকারি রাস্তা নির্মাণ কাজে বাধ দেয়। সেসময় বিএনপি নেতা দেলোয়ার মোল্লা প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে। তখন তার ছেলে রাকিব মোল্লা তারা বাবাকে রক্ষা করতে আসলে তাকেও মারধর করে। সেখানে মনির হোসেন মারামারি ছাড়িয়ে দিতে গেলে তাকেও মারধর করে আহত করে। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত দেলোয়ার মোল্লা ও রাকিব মোল্লার অবস্থা আশংকাজনক কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা তাদের ঢাকা মেডিকেলে রেফার্ড করে। এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন বলেন, এ বিষয়ে তিনজনকে আটক করা হয়েছে। আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।