ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর প্রাণ হারিয়েছেন। তার মৃত্যু নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
তৌকির ছিলেন ৭৬ বিএএফএ কোর্সের একজন বিমানবাহিনীর কর্মকর্তা। বিধ্বস্ত হওয়া এফ-৭ বিজিআই যুদ্ধবিমান থেকে তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই দুর্ঘটনাটি ঘটে আজ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৫০ জনের বেশি মানুষ।