অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ফেব্রুয়ারি মাস আর বেশি দূরে নয়। ভোটের দিন দ্রুত এগিয়ে আসছে, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “অনেক বছর ধরে আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই মিলে সেই সুযোগ পাবো। একজনও যেন বাদ না পড়ে। যেন আমরা সবাই বলতে পারি—‘নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমি আমার ভোট দিয়েছি, আমার ভোটেই দেশ পরিবর্তনের পথে যাত্রা শুরু করতে পেরেছে।’”
তিনি আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি, ভোট দেওয়ার ঠিক আগে যেন তাদের মুখগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে।”
অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, “ভিসা সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার জন্য আমরা নিরবিচারে কাজ করে চলেছি।”