ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্যানেল।শীর্ষ তিনটি পদ—সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এ শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্রার্থীরা জয়ী হয়েছেন। এসব পদে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা। তবে ডাকসুর অন্যান্য পদে ছাত্রদল উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গভীর রাতে প্রাথমিক ফলাফল এবং বুধবার সকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।ভিপি পদে শিবিরের প্রার্থী মো. আবু সাদিক কায়েম পেয়েছেন সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন। শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবদুল কাদের ১ হাজার ১০৩ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।