মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় চালু হয়েছে কার্ডিওলজি ও রেডিওলজি বিভাগ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুই বিভাগের উদ্বোধন করেন।
নতুন কার্ডিওলজি বিভাগে ইসিজি ও ইকো পরীক্ষার সুযোগ থাকছে, আর রেডিওলজি ও ইমেজিং বিভাগে এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম সেবা দেওয়া হবে। উদ্বোধন শেষে নবনিযুক্ত ২৯ জন সিনিয়র স্টাফ নার্সকে বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হাসপাতালের সভাকক্ষে। জেলা প্রশাসক নতুন নার্সদের ফুল দিয়ে বরণ করে তাদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ. টি. এম. ওবাইদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান নিজামউদ্দিন হেলাল এবং সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সাঈদ হোসেন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মর্তূজা বর্ষণ।