২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জ জেলার মধ্যে সরকারি হরগঙ্গা কলেজ শিক্ষার মানে শীর্ষ স্থান অধিকার করেছে। জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা ও বিভাগভিত্তিক সাফল্যের বিচারে প্রতিষ্ঠানটি জেলার সবচেয়ে সফল কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ বছর হরগঙ্গা কলেজ থেকে ১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ১ হাজার ৩২০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭০.১ শতাংশ, আর ৬১ জন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩০ জনের জিপিএ–৫—যা জেলার সর্বোচ্চ।
অন্যদিকে, সর্বাধিক শিক্ষার্থী অংশ নেওয়া প্রতিষ্ঠান শ্রীনগর সরকারি কলেজ (পরীক্ষার্থী ২,০৪২ জন) সামগ্রিক ফলাফলে হরগঙ্গাকে পেছনে ফেলতে পারেনি। জিপিএ–৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে থেকে হরগঙ্গা কলেজই জেলায় শীর্ষে রয়েছে।
তবে পাশের হারে সবচেয়ে সফল হয়েছে ইউনুস খান মেমোরিয়াল কলেজ। তুলনামূলক ছোট এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের ইঙ্গিত দেয়।
হরগঙ্গা কলেজের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা মনে করেন, শিক্ষার্থীদের প্রস্তুতি ও অধ্যবসায়ের পাশাপাশি নিয়মিত মডেল পরীক্ষা, শিক্ষকদের নিবিড় তদারকি, এবং আধুনিক শিক্ষাপদ্ধতির প্রয়োগই এই সাফল্যের মূল চাবিকাঠি। বিশেষ করে বিভাগভিত্তিক লক্ষ্য নির্ধারণ ও বিজ্ঞান বিভাগের আলাদা প্রস্তুতি কলেজটির ফলাফলকে আরও উন্নত করেছে।
শিক্ষাবিদদের মতে, এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে যে, হরগঙ্গা কলেজ শুধু ফলাফলের দিক থেকেই নয়, বরং শিক্ষার মানোন্নয়নে এখন জেলার এক অনুকরণীয় প্রতিষ্ঠান।